Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয় ও গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদ্রাসা
বিস্তারিত

গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রারাসা- রামু সদর হতে ১১ কিলোমিটার পূর্বে গর্জনিয়া বাজার সংলগ্ন পূর্ব পার্শ্বে মাদ্রাসাটি অবস্থিত। অত্র এলাকার বিপুল মুসলিম জন গোষ্টীর মাঝে ধর্মীয় শিক্ষার বিস্তার সাধনের মহান ব্রত নিয়ে আধ্যাত্মিক জগতের মহান সাধক মরহুম মও: আব্দুল জব্বার (র:) প্রকাশ ফকির মওলানা সাহেব, ১৯২৫ সালের দিকে অত্র মাদ্রাসার গোড়া পত্তন করেন। অত্রাঞ্চলের মুসলিম জনগোষ্টীর সাহায্য সহযোগিতায় সম্পূর্ণ বেসরকারী উদ্দ্যোগে পরিচালিত অত্র মাদ্রাসাটি অনেক চড়াই উৎরাই অতিক্রম করে অবশেষে এলাকার তৎকালীন শ্রেষ্ঠ আলেমেদ্বীন মরহুম আলহাজ্ব মওলানা নজির আহমদ (র:) এর একান্ত প্রচেষ্টায় ১৯৬৪ ইংরেজী সালে পূর্ব পাকিস্তান মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও ১৯৭২ ইং সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম মান পর্যন্ত স্বীকৃতি অর্জন করে।
           পরিশেষে মাদ্রাসা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে এলাকার বিশাল মুসলিম জন গোষ্টীর চাহিদা ও দীর্ঘ দিনের দাবী পুরনার্থে ১৯৯৭ সালে অত্র মাদ্রাসা কে ফাজিল মানে উন্নীত করা হয়। উক্ত সময় হতে অত্র মাদ্রাসার ফাজিল শ্রেণীর ছাত্র/ছাত্রীরা কৃতিত্ব পূর্ণ ফলাফল অর্জন করে আসছে। কিন্তু নানা প্রচেষ্টার পরও অদ্যাবধি মাদ্রাসাটি ফাজিল মান পর্যন্ত এম,পি,ওভুক্ত হয়নি। ফলে সংগত কারণে মাদ্রাসাটির উচ্চ পর্যায়ে শিক্ষার মান ব্যাহত হচ্ছে। 

 

কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়-কক্সবাজার জেলার রামু উপজেলাধীন ৩নং কচ্ছপিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত একমাত্র মাধ্যমিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি ০১/০১/১৯৮৯ সালে রামু উপজেলা প্রত্যন্ত অঞ্চলে জনগনের বিভিন্ন সাহায্য সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন-
১। জনাব আলহাজ্ব মৌঃ মোক্তার আহমদ
২। জনাব আলহাজ্ব মাওঃ এ,এম জহির উদ্দিন বদরু
৩। মরহুম মাষ্টার মোস্তাক আহমদ
৪। জনাব নুর আহমদ কোম্পানী।
চারিদিকে পাহাড় সবুজ পল্লীর অবহেলিত বাঙ্গালী ছেলে মেয়েদের জ্ঞানের আলোতে উজ্জ্বল ও উন্নত করার লক্ষে অবৈতনিক স্টাইলে কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠান লগ্ন হইতে অদ্যবদি প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুনামের সহিত শিক্ষার আলোর বিতরনের মাধ্যমে জনশক্তি রূপান্তরে অনন্য ভূমিকা রেখে যাচ্ছে।