Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ঐতিহাসিক শাহ সূজা সড়ক
বিস্তারিত

শাহসুজা সড়ক :- এটি রামুর ঈদগড়, গর্জনীয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের উপরেনির্মিত। সম্রাট শাহজাহান পুত্র শাহ সুজা বাংলার সুবেদার ছিলেন। ভাইদেরমধ্যেকার উত্তরাধিকার দ্বন্দ্ব যুদ্ধে পরাজিত হয়ে বাংলা ত্যাগ করে আরকানেআশ্রয় নেন। আরকান মুখী যাত্রাকালে এটি তিনি নির্মাণ করেন বনাঞ্চলের মধ্যদিয়ে নিবাপদ যাত্রার জন্য। ডা: নীহার রঞ্জন রায় ও অন্যান্য পন্ডিতদের মতেএটি নবম থেকে একাদশ শতকের কোন এক সময় নির্মিত। রেনেলের মানচিত্রে (১৭৭৩খ্রিষ্টাব্দ ) কচ্ছপিয়া উপর দিয়ে শাহ সুজা সড়ক বর্ণিত আছে। সেই শাহ সুজা সড়কএখনো কচ্ছপিয়া ইতিহাসকে অনবদ্য স্মৃতির রাজৈতিহাসিক মহিমায় সমৃদ্ধ করেছে।